স্টাফ রিপোর্টারঃ
ছাতকের কালারুকা ইউনিয়নে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ জন আহত হয়েছে। ইউনিয়নের খাইরগাঁও ও আকুপুর গ্রামে সোমবার (১২অক্টোবর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাইরগাঁও গ্রামের আরব আলীর বাড়ির পাশের খালে প্রতিবছরের মতো এবারও মাছ আটকানোর জন্য খালে গাছের ডাল ফেলতে যায় আরব আলীর ছেলে। এসময় আকুপুর গ্রামের কালা মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধরা এসে বাঁধা দেয়। এতে আরব আলী ও কালা মিয়ার পক্ষদ্বয়ের মধ্যে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত আব্দুর রহিম (৩১) কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ইব্রাহিম আলী (৪০) আফতাবুন নেছা (৫০), গিয়াস উদ্দিন (২৬), ছাদিক মিয়া (২৪), কদ্দুছ আলী (৪৫) এমরান আহমদ (২১), নাজমুল হোসেন (২৪), আশিক আলী (৩৩), আমির আলী (৪৫), কামাল হোসেন (৩৫), মনির উদ্দিন (২৬) নুরুল ইসলাম (৩৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।