সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চোখে মরিচের গুড়া এবং মলম লাগিয়ে সিএনজি ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নলবুনিয়া এলাকা হতে ৩০ জুন রাত সাড়ে ৯ টার দিকে সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা দাইমিরখিল এলাকার সিএনজি চালক গুনু মিয়ার(৪১) গাড়িটি যাত্রীবেশে ৪জন ছিনতাইকারী ভাড়া করে যাওয়ার পথে গুনু মিয়ার চোখে মরিচের গুঁড়া ও মলম লাগিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ে চম্পট দেয়।
২ জুলাই (রবিবার)চোখে মরিচের গুড়া এবং মলম লাগিয়ে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় লোহাগাড়া থানায় মামলা করেন ভুক্তভোগী গুনু মিয়া।
মামলার সুত্র ধরে ঘটনায় জড়িত বান্দরবান লামা থানার আজিজ নগর মিশন পাড়ার মোঃ ছিদ্দিকের পুত্র মোঃ আবু ছালেক (২২), একই এলাকার মোঃ আক্তারের পুত্র মোঃ রিদুয়ানুল ইসলাম প্রঃ ইমন (২২), চট্টগ্রাম চন্দনাইশ থানার ধোপাছড়ি, রেথ ঘাটা এলাকার নুরুল হকের পুত্র মোঃ আঃ করিম (২৫) ও কক্সবাজার চকরিয়া উপজেলা হরবাং ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মৃত ডাক্তার আব্দুল মোতালেবের পুত্র মোঃ আব্দুল কাদেরকে (৪৩) গ্রেফতার করে পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, সিএনজি চালিত অটোরিকশা চালক গুনু মিয়ার চোখে মরিচের গুঁড়া ও মলম লাগিয়ে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় মামলা রুজু করা হয়েছে, মামলার সুত্র ধরে বান্দরবান জেলার লামা থানা পুলিশের সহায়তায় ফাইথং ইউনিয়নের নয়াপাড়া এলাকা হতে ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত সিএনজি উদ্দার করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তো
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০