ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রের ওপর হামলা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ জুন ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ

Link Copied!

——-

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন বাজারে কথিত ‘খাজনা’র নামে চাঁদাবাজি চলাকালে প্রতিবাদ করায় এক মাদ্রাসা শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষার্থী গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র মুজাহিদুল ইসলাম (২২)।

ভুক্তভোগী মুজাহিদ জানান, সন্ধ্যার পর তিনি বাজার এলাকায় ঘুরছিলেন। এ সময় দেখতে পান, স্থানীয় কয়েকজন ব্যক্তি ‘খাজনা’র নামে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছেন। তিনি ব্যবসায়ীদের চাঁদা না দেওয়ার পরামর্শ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

“আমি বিষয়টি মোবাইলে ভিডিও করতে গেলে তারা আমাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই আমাকে বেধড়ক মারধর করা হয় এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়,” বলেন মুজাহিদ।

তার দাবি, হামলায় নেতৃত্ব দেন স্থানীয় ছাত্রদল নেতা তুহিন। আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টু।

তিনি বলেন, “চাঁদাবাজরা দাবি করে বাজার ও আশপাশের এক কিলোমিটার এলাকাও নাকি তাদের ইজারার আওতায়। অথচ উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত নয়।”

স্থানীয় সূত্রেও জানা গেছে, হাকিমউদ্দিন বাজারটি সরকারিভাবে ইজারা দেওয়া হয়নি। তবে একটি প্রভাবশালী রাজনৈতিক চক্র দীর্ঘদিন ধরে ‘খাজনা’র নামে চাঁদা আদায় করে আসছে। মুজাহিদের প্রতিবাদের পরপরই ছাত্রদল ও যুবদলের একদল নেতা-কর্মী পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল।

103 Views

আরও পড়ুন

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

গাজীপুরের অগ্রভাগে আন্দোলনের রাজপথে অবিচল সৈনিক: মোমিনুর রহমান

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফে পাহাড়ে ডাকাত দলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী গোলাগুলি,বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

পারকি সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জবিতে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী

অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জবিতে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নগদ সহায়তা দিলেন এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন