ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় ইউপি সচিব ও গ্রাম পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ জানুয়ারি ২০২২, ১:২০ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় ইউপি সচিব ও গ্রাম পুলিশের ওপর হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার (২০জানুয়ারী) রাতে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সচিব মো. হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নবনির্বাচিত মেম্বার রমজান আলীকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা নেতৃবৃন্দ ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ সচিবের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যথায় ইউনিয়ন পরিষদে কর্মবিরতিসহ নানা কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, আহত ইউপি সচিব হুমায়ুন কবির বাদী হয়ে থানায় এজাহার জমা দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি দপ্তরে কাজে বাধা প্রদান, ভাঙচুর, নগদ টাকা লুট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্টের অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতারে পুলিশের একটি টিম মাঠে রয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুর ১টার দিকে জন্মসনদ প্রদানের শর্ত পূরণ না করে সনদ দিতে অনীহা প্রকাশ করায় ডুলাহাজারা ইউপি কার্যালয়ে এসে ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রমজান আলী তার দলবলসহ ইউপি সচিব ও গ্রাম পুলিশের ওপর হামলা চালায়। এসময় গ্রাম পুলিশসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে সচিব হুমায়ুন কবির ও গ্রাম পুলিশ নাসির উদ্দিন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

76 Views

আরও পড়ুন

রাবির বিডিএসএফ মানেই নতুনত্ব

কক্সবাজার রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ০১।

মৌলভীবাজারে ফেসবুকে মহানবী (সা) কে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

নাগরপুরে শপথ নিলেন প্রাথমিকের নবনির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ

মৌলভীবাজার শেরপুরে উন্নয়ন পরিষদের বৃক্ষচারা রোপন কর্মসূচির উদ্বোধন 

আদমদীঘিতে জানালার গ্রিলে বৃদ্ধের ঝু*ল*ন্ত লা*শ

আদমদীঘিতে গাঁজা ও এ্যাম্পুলসহ গ্রেফতার- ৩

দোয়ারাবাজারে গাঁজা ও ইয়াবাসহ তিনজন আটক

শেরপুরে আন্তঃজেলা গরু চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার ও চোরাই গরু উদ্ধার

বিচ্ছুর বন্যপ্রাণী সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শারমিন মীমের কবিতা “ভেজাল”

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২