সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া :
চকরিয়ায় রাজমেস্ত্রীর সাবকন্ট্রাক্টর মোজাম্মেল হক (৩২) ছিনতাইয়ের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে। এসময় তার কাছ থেকে মেস্ত্রী ও কর্মচারীদের বেতনের রক্ষিত নগদ ৫০ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে। আহত মোজাম্মেল হক উপজেলার বরইতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মহাজন পাড়া এলাকার নুর মোহাম্মদের পুত্র। গত ২৩ অক্টোবর (বুধবার) রাত ৯টায় বরইতলী রাস্তার মাথায় শ্যামলী পরিবহনের বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানাগেছে, রাজমেস্ত্রীর সাবকন্ট্রাক্টর মোজাম্মেল হক লোহাগাড়া আমিরাবাদ থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ৯টায় বরইতলী রাস্তার মাথায় শ্যামলী পরিবহনের বাস কাউন্টারের সামনে পূর্বে থেকে ওৎপেতে থাকায় উত্তর বরইতলী পুর্ব মহাজের পাড়া গ্রামের কামাল হোসেন ছেলে মোহাম্মদ করিম নেতৃত্বে শাহেদুল ইসলাম শাহেদ, নজরুল ইসলাম, তৌহিদুল ইসলামসহ ৮/১০ জনের একদল লাঠিয়াল লোহার রড হাতুড়ি ও ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে গতিরোধ করে। এক পর্যায়ে তাকে মাথায়, মুখে ও চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, ঘটনার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০