নুরুল ইসলাম সুমন,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ভাইপুতের হাতে চাচা খুন হয়েছে।
১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছনুয়াপাড়া এলাকায় নিহতের ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি বিরোধের জেরে হাসানঙ্গীরের ছেলে ফোরকান (১৭) ছুরিকাঘাত করে তার চাচা
মৃত শরিফের পুত্র মোঃ হোসেন (৩৫) কে হত্যা করে।
নিহত হোসেনকে পরিবারের লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের ভূইয়া জানান, অভিযোগ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’