ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

গাজীপুরে পিস্তল ঠেকিয়ে ডিম ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাই

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ

Link Copied!

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দিনে দুপুরে পিস্তল ঠেকিয়ে ডিম ব্যবসায়ী সুলতান মিয়ার ১১ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিন রাতেই অজ্ঞাতদের আসামী করে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রবিবার (২৮ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের লতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া ঘটনার সত্যতা ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

ডিম ব্যবসায়ী সুলতান মিয়া উপজেলার টোক ইউনিয়নের আমতলী গ্রামের মিজানুর রহমানের ছেলে। বাবার সঙ্গে ব্যবসার দেখাশুনা করেন তিনি। বীর উজলী বাজারে ডিমের আড়ত রয়েছে তাদের।

সুলতান মিয়ার বাবা মিজানুর রহমান বলেন, “ব্যবসায়িক কাজে আমার ছেলে সুলতান মিয়া ও আড়তের ম্যানেজার জুয়েল রানা কাপাসিয়া বাজারের ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ ৪৪ হাজার ৭৬০ টাকা উঠায়। এরপর তারা মোটরসাইকেলে করে আড়তের দিকে আসছিল। লতাপাতা বাজার সংলগ্ন সড়কের ঢালুতে এলে মাস্ক ও হেলমেট পড়া চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় পিস্তল ঠেকিয়ে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”

ডিম ব্যবসায়ী ও আড়ত মালিক মিজানুর রহমানের ছেলে সুলতান মিয়া বলেন, “আমি কথা বলতে পারছি না। তাদের ভয়ে আমি এখনো শঙ্কায় আছি।”

স্থানীয় একাধিক ডিম ব্যবসায়ী ও বিক্রেতা বলেন, “আগেও এ ধরেনের ঘটনা ঘটেছে। এমন ঘটনা ঘটলে আমরা কীভাবে ব্যবসা চালিয়ে যাব?”

লতাপাতা বাজার এলাকার বামনখলা গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জয়নাল আবেদীন বলেন, “ডিম বিক্রেতার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে এমন একটি ঘটনা শুনেছি।”

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, “অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

557 Views

আরও পড়ুন

দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল