সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম), প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি দরবার শরীফ ষ্টেশন এলাকার উজ্জল নাথ (৩৫) নামে এক পল্লী চিকিৎসক গরু বিক্রির ৩ লক্ষ ৫০ হাজার টাকা তার মালিকানাধীন ফার্মেসীর কাঠের বাক্সে রাখে।
গত ২৫ জুলাই বিকেলে তার দোকানে ঢুকে কাঠের বক্সের তালা ভেঙ্গে অজ্ঞাত চোর উক্ত টাকা গুলো নিয়ে চম্পট দেয়। এঘটনায় লোহাগাড়া থানায় মামলা করেনভুক্তভোগী উজ্জ্বল নাথ।
মামলার সুত্র ধরে, ৩ আগষ্ট (বৃহস্পতিবার)সকলে লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রুহুল আমিন খান গোপন সংবাদের ভিত্তিতে নাহিদুল ইসলাম নামের এক যুবককে দক্ষিণ সুখছড়ি এলাকা থেকে আটক করে।
আটক নাহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত টাকা চুরি করেছে বলে স্বীকার করে।
এসময় তার দেয়া তথ্য মতে তার নিজ বসত ঘর হতে চোরাইকৃত টাকার মধ্যে নগদ ১লক্ষ ২১ হাজার টাকা এবং চোরাইকৃত টাকা দিয়ে ক্রয়কৃত ০১টি পালসার মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।
আটক নাহিদুল ইসলাম(২৩), লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের (৯নং ওয়ার্ড), দক্ষিণ সুখছড়ি, হোসেন সিকদার পাড়ার মোঃ আবুল হাশেমের পুত্র।
লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি এলাকার পল্লী চিকিৎসক উজ্জল নাথের ফার্মেসী থেকে গরু বিক্রির ৩লক্ষ ৫০হাজার টাকা চুরি হয়েছে মর্মে পল্লী চিকিৎসক গতকাল রাতে উজ্জল নাথ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার প্রকৃত চোরকে আটক করার জন্য মাঠে নামেন লোহাগাড়া থানা পুলিশ। ৩ আগস্ট সকালে নাহিদ নামে এক যুবককে আটক করে থানা পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে স্বীকারোক্তি মতে তার কাছ থেকে ১ লক্ষ একুশ হাজার টাকা জব্দ করি এবং বাকি টাকা দিয়ে ক্রয়কৃত মোটর সাইকেলটি জব্দ করি। তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি রাশেদ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০