ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

গভীর রাতে জামায়াতের নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কু’পি’য়ে হ’ত্যা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ

Link Copied!

গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতা নজরুল ইসলাম নজিরকে গভীর রাতে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত উপজেলার শীতল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম নজির নাকাই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গভীর রাতে তার বাড়ি থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে রক্তের ছাপ ও হত্যাকাণ্ডের চিহ্ন পাওয়া গেছে।

এই হত্যাকাণ্ডে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে, তবে এখনো কাউকে আটক করা হয়নি।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, নজরুল ইসলাম নজির স্থানীয় পর্যায়ে সক্রিয় ছিলেন এবং তার বিরুদ্ধে হুমকি ছিল। তবে পুলিশ এখনো হত্যার কারণ নিশ্চিত করে কোনো বক্তব্য দেয়নি।

গাইবান্ধা জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। নজরুল ইসলাম নজিরের পরিবার ও সহযোগীরা তার ন্যায়বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস