প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের কুরিয়ার সার্ভিসে মিললো ১৪৯ বোতল ফেন্সিডিল!
এজি লাভলু:
গত ১৬ এপ্রিল ২০২২ শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে অবস্থিত সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১৪৯ বোতল ফেন্সিডিল, তিন শতাধিক খালি প্যাকেটসহ ৮৭ পিচ ভারতীয় প্রসাধনী এবং ৩ পিচ গোদরেজ বেবি সাবান জব্দ করে পুলিশ।
সওদাগর কুরিয়ার সার্ভিসের কুড়িগ্রাম শাখার কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল শনিবার সন্ধ্যার দিক অজ্ঞাত এক ব্যক্তি পলিথিনে মোড়ানো একটি মোটা কাগজের কার্টুন নিয়ে এসে তা বুকিং করতে চান। ভেতর কী মালামাল আছে দেখতে চাইলে ওই ব্যক্তি ফোন কানে নিয়ে কথা বলতে বলতে ঐ স্থান থেকে দ্রুত সটকে পরেন। পরে কুরিয়ার সার্ভিসের কর্মীরা কার্টুনটি খুলে ভেতরে ফেন্সিডিল ও প্রসাধনীগুলো দেখতে পান। প্রথমে তারা সওদাগর কুরিয়ার সার্ভিসের হেড অফিসে এবং পরে কুাড়িগ্রাম সদর থানায় খবর দেন। পুলিশ এসে মালামাল জব্দ করে। কার্টুন নিয়ে আসা ব্যক্তিকে চিনতে পারেননি বলেও জানান সেখানে দায়িত্বরত কর্মীরা।
পুলিশ জানায়, ১৪৯ বোতল ফেন্সিডিল, তিন শতাধিক খালি প্যাকেটসহ ৮৭ পিচ ভারতীয় প্রসাধনী এবং ৩ পিচ গোদরেজ বেবি সাবান জব্দ করেছেন তারা। তবে পুলিশের ধারণা নিরাপদে ফেন্সিডিল পাচার করতে ফেন্সিডিলের বোতলের উপর প্রসাধনীর প্যাপেটগুলো রাখা হয়েছে যাতে সহজে কেউ সন্দেহ করতে না পারে।
জব্দকৃত ফেন্সিডিল ও প্রসাধনীগুলোর বর্তমান বাজারমূল্য এক লক্ষ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, "তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে"।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
নিউজ ভিশন বিডি