ইয়াছিন আরাফাত, কক্সবাজারঃঃ
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ডেইল
পাড়ায় প্রতিপক্ষের দায়ের কোপে ফয়সাল উদ্দিন (২৬)। নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুরুশকুলের ডেইলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল উদ্দিন
কাউয়ারপাড়া এলাকা মৃত লাল মোহাম্মদের ছেলে। বলে জানাগেছে, সে কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে প্রত্যদক্ষর্শীরা জানিয়েছেন, রোববার দুপুরের দিকে খুরুশ্কুল ইউনিয়নের আওতাধীন ২নং ওয়ার্ডের সম্মেলন চলছিল।
সে সময় ফয়সাল উদ্দীনকে, সম্মেলন স্থলের বাইরে দেখে ধাওয়া দেয় কাওয়ার পাড়ার আজিজ সিকদার ও জহিরের নেতৃত্বে একদল হামলাকারী। ধাওয়া খেয়ে মঞ্চে থাকা আওয়ামী লীগ নেতাদের কাছে গিয়ে আশ্রয় চান ফয়সাল উদ্দীন। এক পর্যায়ে মঞ্চস্থলে যায় হামলাকারীরা। সেখানে হামলা করতে না পেরে বাইরে অবস্থা নেয় তারা।
তবে, এরপর বাইরে ওৎপেতে থাকা হামলাকারীরা ফয়সাল উদ্দীনের উপর হামলে পড়ে। তারা তাকে উপর্যপুরি কোপায়। এসময় তার সাথে থাকা আরো চারজনকেও আঘাত করে হামলাকারীরা। হামলা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
পরে স্হানীয়রা উদ্ধার করে মুমূর্ষূ ফয়সাল উদ্দীনকে কক্সবাজার সদর হাসপাতালে আনলে। সেখানে নিবিড় পর্যবেক্ষণের পর তাকে মৃত্য ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ততক্ষণে ঘটনা সংঘটিত হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০