মোহাম্মদ আসমত হোসেন, বান্দরবান প্রতিনিধি :
২ এপিবিএন (মেঘলা) বান্দরবান একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২ এপিবিএন বাংলাদেশ পুলিশের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোঃ আলী আহাম্মদ খানের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স বান্দরবান অপারেশন সিসি নং ২২৫/ ২৩ তারিখ ২০/১১/২৩ ইং মূলে এসআই মাইকেল বনিক ও এ এস আই মোহাম্মদ রবিউল করিম শিকদার সংগীয় অফিসারসহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান চলাকালীন সময়ে সদর বাস স্ট্যান্ড অবস্থান কালে গত ২০ নভেম্বর সন্ধ্যা সাতটার সময় গোপন সাংবাদের ভিত্তিতে পৌরসভা ৬ নং ওয়ার্ডের মেট্রো হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার সংলগ্ন মামুন ফার্নিচারের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে জিহান(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে তার হেফাজতে থাকা ২৬০ পিস ইয়াবা সহ আটক করে।
আটক জিহান (১৯)কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী পান বাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে।
আটককৃত জিহান এর কাছ থেকে জব্দকৃত ইয়াবাসমুহ আলামত হিসেবে সাক্ষী গনের উপস্থিতিতে জব্দ করা হয়।
এ বিষয়ে আসামির বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা নং (১০) তাং ২১/১১/২৩ ইং মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬( ১)সারণি ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০