রুবেল মিয়া,উজিরপুর প্রতিনিধি,বরিশাল :
উজিরপুরের হারতার নাথারকান্দিতে জয়দেব রায়ের মাদকব্যবসার প্রভাব দিন দিন বাড়ছে। স্থানীয় সূএে জানা যায়, এলাকায় জয়দেব নামের ঐ ব্যক্তি দীর্ঘদিন যাবত গাঁজা ও ইয়াবার বিক্রির মাধ্যমে তরুন ও যুব সমাজের মধ্যে নেশার বীজ ছড়িয়ে দিচ্ছে। নাথারকান্দির ঐ এলাকা নদী বেষ্টিত হওয়ায় গভীর রাতে জয়দেব বাহিনী নৌকায় গাঁজা ও মাদকের আড্ডা বসায়। গভীর রাতে নৌকায় করে গাঁজা ও ইয়াবা ক্রয় করার জন্য লোকজন আসা যাওয়ায় স্থানীয় লোকজনের নজরে আসে বিষয়টি।
এলাকাবাসী নিউজ ভিশনকে জানান, এই মাদক ব্যবসায়ী,ও মাদকসবীকে আইনের আওতায় না আনলে এলাকার তরুন যুবসমাজকে প্রতিনিয়ত ধংব্স দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয়রা এই মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করেন ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০