আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে লুডুর মাধ্যমে জুয়া খেলার সময় ছয় জন ও আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে আরও দুইজন সহ আট জন কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গত শুক্রবার রাতে আদমদীঘি উপজেলার ছাতনি হেলালিয়া এলাকায় একটি সংঘবদ্ধ দল লুডুর নামে জুয়া খেলছিল এমন তথ্যে এসআই রবিউল ইসলাম ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে লুডুর মাধ্যমে জুয়া খেলার সময় হেলালিয়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে জাকির হোসেন (৪০), হেলাল সরদারের ছেলে বাবু সরদার (৩০), ছাতনি হাজিপাড়ার বাজন সরদারের ছেলে ছায়ফুল ইসলাম (৩৭). সান্তাহারের আব্দুর রাজ্জাকের ছেলে মতিন শেখ (৩৫). তারপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মীর হোসেন (৩২) ও ছাতনির ওসমান আলীর ছায়ুর রহমান (৩০) এবং জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে উপজেলার ডুমুরি গ্রামের আবু বক্কর ছিদ্দীকের ছেলে সুমন (২৯) ও তোতা মিয়ার ছেলে সোহেল (৩২) কে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০