মো: মোমিন খান, স্টাফ রিপোর্টার (বগুড়া) ঃ
বগুড়ার আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের দশম শ্রেনির এক স্কুল ছাত্রী (১৫) কে ইউপি সদস্যের ছেলে তার সহযোগিদের নিয়ে অপহরণের ঘটনা ঘটিছে।
গত ২৫ ফেব্রæয়ারী দুপচাঁচিয়া উপজেলার সাহাপুুুুকুর বিদ্যালয়ের রাস্তা থেকে তাকে একটি মাইক্রোবাসে জোড়পূর্বক তুলে অপহরণ করা হয় বলে পরিবারের দাবী।
এ ঘটনায় গত মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারী) সন্ধ্যায় অপহৃত ছাত্রী (ভিকটিমে) মা বাদি হয়ে আদমদীঘি উপজেলার ছোট চাটখইর গ্রামের নসরতপুর ইউপি সদস্য আবুল কাশেম ছেলে মেহেদী হাসান রাহেল (১৮), তার বাবা, মাসহ ৫জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ রির্পোট লেখা পর্যন্ত ভিকটিম উদ্ধার হয়নি।
আদমদীঘি উপজেলার ছোটচাটখইর হিন্দুপাড়ার বাসিন্দা দুপচাঁচিয়া সাহাপুকুর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনির ওই ছাত্রীকে একই গ্রামের কাশেম মেম্বারের ছেলে মেহেদী হাসান রাহেল বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রায় উত্যক্তসহ প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার মেয়েকে অপহরণ করার হুমকি দিত।
গত ২৫ ফেব্রƒযারী ওই ছাত্রী বাড়ি থেকে অটোচার্জার যোগে সাহারপুকুর বিদ্যালয়ে শ্রেনি পরীক্ষা শেষে বাড়ি না ফেরায় অভিভাবক মহলে সন্দেহের সৃষ্ঠি হয়। পরে পরিবারের লোকজন জানতে পারেন একই গ্রামের ইউপি সদস্য আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাহেল তার সহযোগিদের সহযোগীতায় বোয়ালিয়া নামক স্থান থেকে জোড়পূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করেছে।
ছাত্রীর বাবা বলেন অপহরণের বিষয়টি কাশেম মেম্বারকে বলায় তিনি নানা ভাবে হুমি দিচ্ছে। আবুল কাশেম জানান, তার ছেলে নিয়ে গেছে এমনটি জানান পর ছাত্রীকে ফিরে দেয়ার জন্য চেষ্টা চলছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানান, ভিকটিম উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০