মো: মোমিন খান, স্টাফ রিপোর্টার (বগুড়া) ঃ
বগুড়ার আদমদীঘিতে পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
গত শুক্রবার (৩১ মে) দিবাগত রাত ১০টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের এক নির্মানাধিন বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার ও ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার রানীনগর উপজেলার কাটরাসিম গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম প্রামানিক (৩২) ও আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের আফছার আলীর ছেলে গোলাম রাব্বানী ওরফে রাব্বি (৩৫)।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের গোলাম রাব্বানী ওরফে রাব্বিসহ তার সহযোগিরা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বেচাকেনা ও সেবন করে আসছিল। গত শুক্রবার রাতে ওই গ্রামে মাদকের চালান বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ মাদক কারবারি গোলাম রাব্বানীর বাড়িতে অভিযান চালিয়ে বিক্রি কালে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার (১ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।