স্টাফ রিপোর্টার :
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা নামক এলাকায় তিনটি মেশিনের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে হাজার-হাজার ফুট বালু।
ছোট্ট একটি খাল ছিল,সেটিকে কেটে কিছুই রাখেনি বালু খেকোরা,নষ্ট হয়েছে শত-শত একর ফসলি জমি,পাশ্ববর্তী যেসব বাড়ি-ঘর রয়েছে, তারা চরম আতংকে রয়েছে,বর্ষার পানি আসার সাথে-সাথে ভেঙ্গে যাবে চার পাশ।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরিজ এর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।