জাহেদ হাসান:
রামু উপজেলার হাসপাতাল গেইট সংলগ্ন চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া পিকআপ চাপায় ৩ মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। শনিবার দুপুরে রামু হাসপাতাল গেইট সংলগ্ন বাইপাসে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বেলাল, আবদুল্লাহ ও কলিম উল্লাহ। এরা ৩ জনই কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়াভাবে আসা পিকআপ এর সাথে মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেল সহ ৩ আরোহী পিকআপের নিচে আটকে যায়।
স্থানীয় লোকজন এগিয়ে এসে মোটর সাইকেলের ৩ আরোহীকে উদ্ধার করে। পরে রামু হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ৩ জনের অবস্থা আশংকাজনক।
পিকআপের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
রামু থানার ওসি আবুল খায়ের দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।