রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরে মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে রাস্তা পারাপারের সময় ইতি আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে রাস্তা পার হচ্ছিলেন ইতি আক্তার। এ সময় শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ইতি আক্তার নগরীর বেগম রোকেয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও নগরীর মীরগঞ্জ এলাকার দুলাল মিয়ার মেয়ে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন।
ওসি আরো জানান, এ ঘটনায় স্থানীয়রা দুপুর ১টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ বাসটি হেফাজতে নিলেও চালক ও হেলপার পালিয়ে যান। পরে পুলিশ চালককে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০