জাবেদ ভূঁইয়া,মিরসরাই(চট্টগ্রাম):
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে নয়দুয়ারিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় কামরুল ইসলাম(২৫) নিহত একং শহীদুল (২০) আহত হয়।
নিহত কামরুল ইসলাম মিঠাছরার শ্রীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং আহত শহীদুল একই এলাকার আনুমিয়ার ছেলে।
স্থানীয সূত্রে জানা যায়, সকাল ৯.৩০ মি. সময় বড়তাকিয়া থেকে আসা ছোট দারগারহাট গামী একটি লেগুনা নয়দুয়ারিয়া এলাকায় চাকা পাম্পচার হয়ে গেলে লেগুনার ড্রাইভার এবং হেলপার নেমে চাকা লাগানোর সময় অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক লেগুনার সাথে ধাক্কা লাগে। সাথে সাথে লেগুনার ড্রাইভার নিহত হয়। এবং হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক।
এঘটনায় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ সোহেল সরকারের সাথে কথা বললে। তিনি বলেন, নয়দুয়ারিয়ায় একটি দুর্ঘটনা হয়েছে বলে আমাদের কাছে খবর আসলে আমরা সাথে সাথে একটি টিম সেখানে পাঠাই।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০