জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কমলদহ এলাকায় কুমিল্লা মূখী রেসালাহ নামক একটি যাত্রী বাহী বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় চট্টগ্রাম থেকে আসা রেসালাহ নামক বাসটি কমলদহ এলাকায় আসলে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে আঘাত খায়। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ১৫ জন আহত হয়।
আহতদের স্থানীয়রা মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনের গুরুতর অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয়। এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।