নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাস সকাল ৭ টায় ক্যাম্পাস থেকে বসুরহাট যাওয়ার পথে দূর্ঘটনার স্বীকার হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর।
আজ ২২ শে অক্টোবর নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের করালিয়া নামক স্থানে সকাল সাড়ে সাতটার দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া বাসের ধাক্কায় ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়।
নিহত ওই ব্যক্তি পেশায় নির্মাণ শ্রমিক বলে জানা যায়।
নিহত শ্রমিকের নাম আব্দুর রহিম(২৪) পাশ্ববর্তী কবিরহাট উপজেলার শুক্লবদ্ধি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বিশ্ববিদ্যালয়ের বাসটি (শ-১১০০৮) নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মর্মান্তিক ভাবে সাইকেল আরোহী নিহত হন। এর আগেও একই রুটে নোবিপ্রবির বাস দুর্ঘটনা ঘটেছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। এ বিষয়টি তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা নিব।
উল্লেখ্য সড়কটি অনেক আঁকাবাঁকা এবং দুর্ঘটনাপ্রবণ। এর আগেও একই রোডে বিশ্ববিদ্যালয়ের একটি বাস দুর্ঘটায় হেলপার আহত এবং একাধিক আহতের ঘটনা ঘটেছিল