রোকনুজ্জামান সবুজ,জামালপুর ঃ
জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহিন্দ্র ট্রাক উল্টে শাহীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার উলিয়া-মাহমুদপুর এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। নিহত শাহীন উপজেলার সাপধরী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে বলে জানা গেছে। জানা যায়, উলিয়া থেকে ধানের বস্তা বোঝাই একটি মাহিন্দ্র ট্রাক নিয়ে চালক শাহীন মাহমুদপুর বাজারের উদ্দেশ্য যাচ্ছিল। পথে মাহমুদপুর এলাকায় ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাক চাপায় চালক শাহীন ঘটনাস্থলেই নিহত হয়েছে। সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদনীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।