সুন্দরগঞ্জ উপজেলা আ’লীগের আহ্বায়ক মকবুল হোসেন আর নেই নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯ সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আ’লীগের বর্ষীয়ান নেতা টি আই এম মকবুল হোসেন প্রামাণিক আর নেই। তিনি সোমবার (২ ডিসেম্বর) ৩.১৫ টার সময় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি………. রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বৎসর। মকবুল হোসেন উপজেলা আ’লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন হতে লিভারের সমস্যায় ভুগছিলেন। মকবুল হোসেন প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা নিয়ে সপ্তাহখানেক আগে বাড়ীতে ফেরেন। তিনি মৃত্যুকালে তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মকবুল হোসেন সুন্দরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বামনজল গ্রামের মৃত ইসমাইল হোসেন প্রামাণিক ছেলে। তাকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তার মৃত্যুতে উপজেলা আ’লীগসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। Share this:Like this:Like Loading... SHARES সারা বাংলা বিষয়: