বাপ্পী রাম রায়,
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলাম রব্বানী রুবেলকে (৩৩) গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ রুবেলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। মঙ্গলবার গুলি ও রিভলবারসহ গ্রেফতারের ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।মামলা নং ৩০।
পুলিশ জানায়,মাহবুর নামে গ্রেফতারকৃত অন্য এক মামলার আসামীর দেয়া তথ্য মোতাবেক অভিযান চালিয়ে রিভলবার ও গুলিসহ রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম রব্বানী রুবেল উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরাণ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব, অনুসন্ধানমূলক, তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট |
রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com