স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ছাতক-দোয়ারার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন জ্বর-ব্যাথা সহ শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। অসুস্থ হয়ে প্রায় ১০ দিন ধরে সিলেট শহরের হাওয়াপাড়াস্থ নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন তিনি। কলিম উদ্দিন আহমদ মিলন জানান, তাঁর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। দ্রুত সুস্থতা ও নেক হায়াতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।