স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে দৈনিক উত্তর পূর্ব পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ -সৈদের গাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল পুর গ্রামের মৃত মনসুর আহমেদের ছেলে সাংবাদিক আলা উদ্দিন ইন্তেকাল করিয়াছেন।ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
রোববার ভোর রাতে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে জালাল পুর জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। জানাজা নামাজে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সাংবাদিক আলা উদ্দিনের মৃত্যুতে ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন ও সাধারণ সম্পাদক অলিউর রহমান সহ ক্লাবের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মিগণ শোক প্রকাশ করেছেন।