ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

দোয়ারাবাজারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম ও মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ

Link Copied!

দোয়ারাবাজারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম ও মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক মাওলানা রহমত আলীর বিরুদ্ধে দ্বিতীয়  শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে

ঘটনাটি ঘটে গত ২৮ আগস্ট সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে, উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের শুড়িগাঁও জামে মসজিদ মক্তবে। ভুক্তভোগী শিক্ষার্থী (১১), দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এবং নিয়মিত মক্তবে আরবি শিক্ষা গ্রহণ করত।

অভিযোগে জানা যায়, ওইদিন আরবি শিক্ষা শেষে মসজিদের ইমাম ও চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রহমত আলী (৪৫), শিক্ষার্থীকে ইমামের থাকার কক্ষে ঝাড়ু দিতে পাঠান। সেখানে একা পেয়ে তিনি শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রথমে ভয়ে বিষয়টি গোপন রাখলেও পরে ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবার ঘটনাটি জানতে পারে। ৩১ আগস্ট তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

ঘটনা জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিচার-শালিস বসানো হলেও সেখানে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা অভিযুক্ত ইমামকে মাদ্রাসার অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, মাওলানা রহমত আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের হাবিবনগর গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র ও লক্ষীপুর ইউনিয়নের শুড়িগাঁও জামে মসজিদের ইমাম ও চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)মী:জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযুক্ত রহমত আলীকে আটক করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস