এম এ মোতালিব ভুইয়াঃ দোয়ারাবাজারের গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছে এক মহিলা। ওই মহিলার নাম নেহারুন বেগম (৬৫)। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের আকদ্দুছ আলীর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আসিকুর রহমান ও গ্রামবাসীরা জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের সময় আকদ্দুছ আলী তার স্ত্রীকে ঘরে দেখতে না পেয়ে খোজাখোজি করে বসত বাড়ীর গরুর ঘরে গলায় দড়ি দিয়ে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় নেহারুন বেগমকে দেখতে পান।পরিবারের সদস্যরা বলছেন সে মানষিক রোগী ছিলেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকালে পুলিশ নেহারুন বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে ।