মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
অনন্তকালের যাত্রায় পাড়ি জমালেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের
আক্তাপাড়া নিবাসী প্রবীণ মুরব্বী হাজী শুকুর আলী। তিনি মিনাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা মোশাহিদ আলী এর বড় ভাই। মঙ্গলবার সকাল ১০.১৫ ঘটিকার সময় তাহার নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস রোগে ভোগ ছিলেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী,৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগাহী রাখিয়া যান।
আজ বাদ আছর মিনাবাজার (আক্তাপাড়া বাজার) সংলগ্ন মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্হানে তাহাকে দাফন করা হয়।
তাহার মৃত্যুতে মিনাবাজার ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন মহল গভীর শোক ও শোক সম্ভপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মহান আল্লাহপাক তাহাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।