স্টাফ রিপোর্টার ,সুনামগঞ্জ :
সুনামগঞ্জে আলোচিত সামরান হত্যা মামলার রায়ে তাজ উদ্দিন (৫৪) নামে এক আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
৩১ জানুয়ারী রোজ রবিবার সুনামগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।
রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তাজ উদ্দিনকে ৫০ হাজার টাকা জারিমানা করেন আদালত।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জানান, একই মামলায় গিয়াস উদ্দিন, ফরহাদ মিয়া, আবুল কালাম, হাসান মিয়া, খুরশিদ আলম ও উজ্জ্বল মিয়া নামের ছয় আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ মে সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সামরানকে পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের তাজ উদ্দিনসহ কয়েকজন ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেন। পরদিন এ ঘটনায় নিহতের মা হাওয়ারুন নেছা তাজ উদ্দিনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।দীর্ঘদিন যুক্তিতর্ক শেষে রবিবার আদালত এ মামলার রায় প্রদান করেন।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সোহেল আহমদ ছইল মিয়া জানান, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।