যেমন আছি ভালো আছি,
শুরু থেকে শেষ অব্দি।
যদিও জানিনা শেষ সীমানা কোথায়!
তবুও বলছি।
কেউ যদি জিজ্ঞেস করে, কেমন আছি
অজান্তেই বলি আসে, আলহামদুলিল্লাহ
মন্দ কি জিনিস জানিনা,
যদি জীবনের সব পরিস্থিতিকে,
তোমার মানিয়ে নেয়ার ক্ষমতা থাকে,
বিশ্বাস করো, তুমি কখনো
খারাপ থাকতেই পারবে না।
এটা আমার অভিজ্ঞতার কথা,
খারাপ কিছু জীবনে ঘটে নি এমন নয়
ঘটেছে বারংবার।
কিন্তু চেষ্টা করেছি নিজের মতো করে,
সবটার সমাধান করতে।
হয়তো সফল হয়েছি বা হয়নি
কি যায় আসে তাতে!
কষ্ট গ্লানি, দু:খ, বিপদ এসব তো
রোজকার জীবনের গল্প।
পারা না পারার গল্পও কিন্তু অনেক আছে,
এসব কে ছাঁপিয়েই আমি বলতে চাই
মন থেকে, আমি সবচেয়ে সুখী মানুষ।
আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন