লেখক:সাইমুম শারিক হিমেল
.
ঘুম থেকে উঠে চোখ মুছে মুছে,
তোমায় যদি দেখতে না পায়
সে সকাল আমার কাছে,
কোনভাবেই সকাল হবে না!
.
কোন সকালে তোমায় আমি,
চা খেতে যদি সাথে না পায়
সে দিনটি দিব্যি আমার,
কোনভাবেই ভাল যাবে না।
.
কোন দুপুরে তুমি ফোন করে,
আমি খেয়েছি কিনা যদি জানতে না চাও
সে দুপুরে আমার গলা দিয়ে,
কোনভাবেই খাওয়া নামবে না!
.
কোন বিকেলে আমি বাড়ি ফিরতে,
আর কত দেরি যদি জানতে না চাও
সে বিকেলকে বিকেল মেনে,
কোনভাবেই বাড়ি ফিরবো না।