ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

সুরাইয়া কবীর সাথীর “আমার যখন ফুরাবে দিন” এখন বাজারে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম :

তরুণ লেখক সুরাইয়া কবীর সাথীর নতুন বই “আমার যখন ফুরাবে দিন” পাঠকদের হাতে পৌঁছাতে প্রস্তুত। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে সাথী প্রকাশনী থেকে বইটি পাওয়া যাবে। পাশাপাশি, অনলাইনে রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ অর্ডার করা যাবে, যা আগামীকাল থেকেই পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে।

নতুন বই সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে সুরাইয়া কবীর সাথী বলেন—

“আমি সব সময় চেষ্টা করি পাঠকদের জন্য এমন কিছু লিখতে, যা তাদের ভাবনার খোরাক জোগাবে, তাদের মনে দাগ কাটবে। আমার পূর্বের বইগুলো পাঠকদের ভালোবাসা পেয়েছে, যা আমার জন্য অনুপ্রেরণা। আশা করি, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে।”

“এই বইটি আমার কাছে বিশেষ একটি অনুভূতির বহিঃপ্রকাশ। জীবনের নানা মোড়, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক অনুভূতিগুলো এতে ফুটে উঠেছে। পাঠকরা এই গল্পের সাথে নিজেদের মেলাতে পারবেন বলে আমার বিশ্বাস।”

বইটি প্রকাশের খবরে পাঠকদের আগ্রহ ইতোমধ্যেই দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বইপ্রেমীদের বিভিন্ন প্ল্যাটফর্মে বইটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাকিব হাসান, একজন নিয়মিত পাঠক, বলেন—”সুরাইয়া কবীর সাথীর আগের বইগুলো আমাকে মুগ্ধ করেছে। তার লেখার গভীরতা ও আবেগ স্পর্শ করার মতো। নতুন বইয়ের জন্য আমি অপেক্ষায় আছি।”

অন্য এক পাঠক তাহমিদা ইসলাম জানান—”তার লেখার স্টাইল খুব সহজবোধ্য, কিন্তু ভাবনার জগতে গভীর দাগ কাটে। আমি নিশ্চিত, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও ব্যতিক্রম হবে না।”

বইপ্রেমীরা ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে বইটি কিনতে পারবেন। যারা অনলাইনে অর্ডার করতে চান, তারা রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ আগামীকাল থেকেই অর্ডার করতে পারবেন। পাশাপাশি, বইটি নীলক্ষেতের আল মদীনা লাইব্রেরি ও বাংলাবাজারের আইডিয়া প্রকাশন থেকেও পাওয়া যাবে।

“আমার যখন ফুরাবে দিন”—জীবন, সম্পর্ক ও অনুভূতির এক অনন্য চিত্রায়ন। পাঠকের হাতে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন লেখক ও প্রকাশনী।

আরও পড়ুন

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।