স্রোতধারা
সুমাইয়া আক্তার সামিরা
তুমি কি সেই শৈবলিনী,
যার স্রোতধারার নেই কোন
গতিরোধক, নেই কোন চালক?
তোমাতেই কি শান্ত হয়,
পদ্মা, মেঘনা, যমুনার উত্তালতা?
তুমি কী সেই,
যার স্রোতে আমি হারাই উচ্ছলতা?
তুমি কি সেই
যার স্নিগ্ধ শীতল অঙ্গে,
সীমায়িত হয় ব্রহ্মপুত্রের বিশালতা?
আমি জানি না তুমি কোন প্রবাহিণী ,
কোথায় তোমার কিনারা!
তবে তোমার বিশালতায় আমি হারিয়েছি,
আমার আঙ্গিনা।
সুমাইয়া আক্তার সামিরা
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।