—————–
জীবন নয়তো পুষ্প সজ্জা
নয়তো মধুর মিলন
জীবন মানেই মহাযাত্রা
কণ্টকাকীর্ণ ভ্রমন
জীবন মানেই দৌড়ে চলা
মরু দুস্তর পথ একা একলা
জীবন নয়তো পরাজয়
নয়তো মিথ্যে মরার ভয়
জীবন মানে যুদ্ধময়
উত্থিত তরবারিতে শত্রুর লয়
জীবন নয়তো আধার রাত
অন্ধকারে অশ্রুপাত
জীবন মানে ভোরের ঊষা
তিক্ত সত্যের দীপ্ত দিশা
জীবন নয়তো সুখের তরী
মিছেমিছি লুকোচুরি
জীবন মানেই যুদ্ধ জাহাজ
আকাশ ভরা বজ্রবাজ
জীবন নয়তো পালিয়ে বাঁচা
নয়তো কোন বন্ধ খাঁচা
জীবন মানে সম্মুখ লড়াই
বুক ফুলিয়ে সত্যের বড়াই।