—————
শহরে তোমার ইট পাথরে ঘেরা
চাকচিক্যে মোড়া
সুউচ্চ দালান ঘর
তুমি থাক মখমেলে
ছলে বলে কৌশলে
আপনকে করে পর।
গ্রামে আমার ছোট্ট কুঁড়ে ঘর
চারপাশে মাটির আস্তর
উপরে ছনের চালে
অজোরে বৃষ্টি এলে
টপটপ জল পরে বিস্তর।
তোমার ঘরের দেয়ালে রঙিন টেলিভিশন
সস্তা আবেগের মিথ্যা বিচরণ
স্বপ্নগুলো কখনো হয় না পূরণ
না পাওয়ার আক্ষেপ ঘিরে থাকে সারাক্ষণ।
আমার ঘরের দেয়ালে টিকটিকি হেটে যায়
বিচক্ষণ ভাবে সচেতন পাহাড়ায়
কোথাও যদি কোন পোকামাকড় পায়
সাথে সাথে খপ করে ধরে খায়।
রাতে যখন খেতে বসি
জ্বেলে কেরোসিন-কুপির আলো
আনমনে ভাবি এই তো আছি
তোমার চেয়ে ঢের ভালো।
——————-
সিয়াম আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়