তুমি
শুভ ইসলাম
মেঘাচ্ছন্ন আকাশে নির্মল বাতাস,
তোমার খোলা চুল উড়িয়ে দেয়।
আমার ভালোবাসা যেন এখানেই,
সন্ধ্যার রক্তিম সূর্যের আলো,
তোমার মুখটাকে যেন ভরিয়ে তোলে সৌন্দর্যে,
আমি তোমার প্রেমে পড়েছি এক মেঘাচ্ছন্ন বিকেলে।
তোমার সরল চাহনিতে হৃদয় আমার শান্ত হতো,
ভাবতাম যদি এমন হতো,
তুমি আমার হতে আর আমি তোমার।
যদি এমন হতো হারিয়ে যেতাম ওই নীল আকাশে,
মহাসমুদ্র দেখতাম একসাথে হাতে হাত রেখে,
তুমি স্বপ্ন সত্যি হতে আমায় ভালবেসে,
আমি তখন পূর্ণ হতাম তোমার কাছে এসে।