শাহানাজ পারভীন
হে জবি, আমি ধন্য
ঠাঁই পেয়ে তব বক্ষে
রিদয়ে তোমায় ধারণ করেছি,
জুড়ে আছো মোর চক্ষে।
কত কষ্ট, কত পরিশ্রম,
চেপে রাখা কত কথা
আজ মনে হয় এসব কিছুই
যায়নি আমার বৃথা।
আঁধার শেষে ঝলমলে প্রভায়
খুললাম যখন আঁখি
আলতো করে ধরা দিয়েগো
দাওনি মোরে ফাঁকি।
তোমারো স্নিগ্ধ মায়ায়
গুরুজনদের ছায়ায়
যা পাবো রাখবো আমি
আমার থলেই ভরে
যাবার সময় ফেরত দেবো
দ্বিগুণ-দ্বিগুণ করে।
তোমার বুকেই জেগে উঠবে
সাফল্যের সব মুখ
জানি সেদিন গর্বে ভাসবে
জবি তোমার বুক।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০