নিঝুম রাতে বলছি আমি,
জাগো-জাগো জাগো সবাই।
নিঝুম রাতে বলছি আমি,
সালাম, জব্বার তোমরা কোথায়?
সকাল হলে আবার আমি
যাবো যে,সেই বহুদূর।
তাই আমি বলছি তোমায়
জাগো-জাগো জাগো সবাই।
সকাল বেলায় সবার আগে
ফুল দিব যে, মিনারে।
তাইতো আমি বলছি তোমায়,
জাগো-জাগো জাগো সবাই।
জাগতে হবে৷
তোমাকেই জাগতে হবে।
ফুল যে দিতে হবে,
কৃষ্ণচূড়া ফুল
তোমরা ফুল দিবে, আর বলবে,
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
শামীম হোসেন
শিক্ষার্থী,অর্থনীতি বিভাগ
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা