উদাসীন মুসলিম।
মো: শরিফুল ইসলাম শরিফ।
মুসলমান! মুসলমান!
অতীতে যারা ছিলো শৌর্য বীর্যে বলিয়ান।
যাদের বলিষ্ঠ হুঙ্কারে
বাঘে মহিষে পানি খেতো এক ঘাটে।
আজ মুসলিম জালিমের পদতলে
মুসলমান ব্যস্ত হাত বাঁধবো বুকে না কপালে।
জালিমরা আজ মুসলিমদের ধরছে টুটি
আমরা ব্যস্ত তুমি ভাই শিয়া না সুন্নি।
আজ রক্ত ঝরছে অবুঝ শিশুদের
মুসলমান ব্যস্ত তুমি ভাই কোন মাজহাবের।
শিয়া সুন্নি ওয়াহাবি আরো কতো কি আর
সব শালা নামধারী মুসলিম জানোয়ার।
মাকে খাওয়ানো হচ্ছে অবুঝ শিশুর রক্তের পিয়ালা
মুসলমান গুনছে তশবি মালা।
হতভাগা মুসলমান
নেই আজ ওমর আলি ওসমান।
মায়ের কান্না অবুঝ শিশুর চিৎকার
ঘুমাও মুসলিম জিহাদের নেই দরকার।
লেখক : মো: শরিফুল ইসলাম শরিফ।
শিক্ষার্থী : বাংলা বিভাগ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।