——-
‘পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন,
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে-সব নদী-ফুরায় এ জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’
রূপসী বাংলার কবি, ভালবাসার কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ। কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের সতেরো ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষেরা ছিলেন মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর পরগনা নিবাসী।
তার পিতা সত্যনানন্দ দাশ এবং তাঁর মা হচ্ছেন বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক কবি কুসুম কুমারী দাশ।
শুদ্ধতম এই কবির কবিতায় বাংলার রূপ, প্রকৃতি, মানুষের জীবনধারা, মাটি, তাদের কর্ম, দুঃখ-কষ্ট প্রভৃতি বিষয়গুলো সুচারুভাবে চিত্রিত।
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে ধূসর পান্ডুলিপি (১৯৩৬), বনলতা সেন (১৯৪২), মহাপৃথিবী (১৯৪৪), সাতটি তারার তিমির (১৯৪৮), রূপসী বাংলা(১৯৫৭), বেলা অবেলা কালবেলা (১৯৬১)। মাল্যবান ও সুতীর্থ নামে বিখ্যাত উপন্যাস রচনা করেন। এছাড়াও বহু অগ্রন্থিত কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
‘আমি কবি, সেই কবি-
আকাশে কাতর আঁখি তুলি হেরি
ঝরাপালকের ছবি’।
১৪ই অক্টোবর, ১৯৫৪ তারিখে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দূর্ঘটনায় কবি আহত হন ও ২২ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান।
✍️ মো. আহসান হাবিব।