এতোটাও ভালোবাসা যায়
রিফা সানজিদা রিমু
এক আকাশ পরিমাণ পিপাসা লুকিয়ে ছিল-
লুকিয়ে ছিল অসম্ভব সুন্দর অনুভুতিগুলো,
সেই মধুমাখা ক্ষণ না যদি আসতো জীবনে;
ভালোবাসার বর্ণনা অপূর্ণয় রয়ে যেতো.!
আমি সত্যি জানতাম না,
জানতাম না;
গভীর ভাবের ভেদ..।
কখনো বুঝিনি বইয়ের গোপন পাতা
যেখানে লিখা ছিল
সেই সুদর্শনের কথা।
পাখির কাকলি তে যার নাম
উচ্চারিত হচ্ছে,
মেঘের ভেলা যার প্রতিক্ষা করছে;
সেই তো নব সুন্দর।
হ্যাঁ!আজও ভালোবাসি!
ভালোবাসি বলেই হয়তোবা ভালো আছি…
না দেখে অনুভব করি
পাশাপাশি না হাঁটলেও কাছাকাছি থাকি।
সময়ের বিশেষ অতিথি হিসেবে
তোমাকেই বাঁধি
দূরে সরে গিয়েও কাছে আসা চায়
ভালোবাসি না বললেও ভালোবাসা রয়……
হ্যাঁ!এতোটাও ভালোবাসা যায়!