—–
জাগো হে নবীন সমাজ,
জাগো ভোর পাখির আগে,
যেভাবে জেগে ছিল সবে,
একাত্তরের ডাকে।
জাগো হে নবীন সমাজ,
জাগো হাতিয়ার হাতে,
শত্রুপক্ষ ছাড় পাবে না অন্যায় অজুহাতে।
জাগো হে নবীন সমাজ,
জাগো প্রতিবাদী কন্ঠের সাথে,
বিজয়ের গল্প লিখিবো মোরা,
স্বর্ণাক্ষরের সাজে।
জাগো হে নবীন সমাজ,
জাগো উদিত সূর্যের মতো,
ক্ষণে ক্ষণে করেছে যে মোর,
দেশের মাটিকে ক্ষতবিক্ষত।
জাগো হে নবীন সমাজ,
বদ্ধমষ্টির মত,
বায়ান্নতে শহীদ হয়েছে,
সালাম,রফিক ও বরকত শত শত।
কাজী নজরুলের সাথে দামাল সদা,
চল রে চল রে চল,
নিয়ে চল জাতীয় পাখির,
ভোর প্রভাতের দল।
সবুজের মাঝে লাল বৃত্তে ছাপ,
কে দিয়েছে বল?
মা বোনদের সম্মান কেড়েছে,
নর-পিচাষের দল।
জাগো হে নবীন সমাজ,
শহীদ মিনারের মতো,
স্মৃতিসোধ খানা উঁচু করে দাও,
মোর মাতৃভূমির মতো।
রক্ত প্রবাহে প্রবাহিত করো,
“জয় বাংলার” স্লোগান,
দেশের জন্য জীবন দিলে,
এতেই রবে সম্মান।
জাগো সব হে মা-বোনেরা,
জাগো সব সম্মানে,
বিলীন হতে দিও না সেথা,
যুদ্ধের ময়দানে।
“চিরদিন তোমার আকাশ,তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি,”
কবি রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন,
আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।