————–
যদি একাকিত্ব তোকে স্পর্শ করে
তোর মন যদি হয়ে যায় বিষণ্ন,
গল্প করতে আসিস আমার ঘরে
আমার দুয়ার খোলা তোর জন্য।
আমি তো মোম, আমি তো ছাতা
নিজকে জ্বালাই নিজকে পুড়াই,
রোদ-বৃষ্টি হতে বাঁচাই বন্ধুর মাথা
সে বুঝল না যে আমিও কষ্ট পাই।
আমি বৃক্ষ, প্রোথিত হয়েছিলাম কবরে
শত চেষ্টা করে সেথা হতে দাঁড়িয়েছি,
ফল-ফুল-ঔষধ অবিরত দিয়েছি বন্ধুরে
বিনিময় বলতে ঢিলের আঘাত পেয়েছি।
প্রতিদান আশা করি না করে পরোপকার
তবু সৌভাগ্যবশত কিছু বিনিময় পাই,
সে প্রতিদান-‘শিলের আঘাতে করা চুরমার’
সে ব্যথা লুকিয়ে আমি রোজ হেসে যাই।
যে পড়ে গেলে হাত বাড়াই আমি
সে জন ফেলে দিতে চায় আমাকে,
আমি কষ্টে ফুল ফোটাতে জানি
তাই আজ অজস্র ফুল আমার বক্ষে।