————-
হাসতে আমি ভুলে গেছি
হাজার কষ্টের মাঝে
তবুও আমি বেঁচে আছি
হাসি রেখে মনে।
–
চোখের পানি অঝোর জড়ে
নিত্য দিনের সনে
তবুও খুঁজে যাই সুখ পাখি
সকাল সন্ধার পানে।
–
ভালো লাগে প্রিয় মুখ
দেখি যখন কষ্টে
তখন আমি ভুলে যাই
ভালোবাসার সুখে।
–
ঝড় বৃষ্টি নিয়মে আসে
সুখ দুখের সঙ্গে
মানতে হবে নিয়মনীতি
এই পৃথিবীর রঙ্গে।
–
অনেক মানুষ বেঁচে আছে
না খেয়ে অনাহারে
তাদের দেখে বুঝতে পারি
ভালো আছি সুখে।
–
জীবন যুদ্ধের এই ভুবনে
মানতে হবে সবই
হাসবো আমি দুখের মাঝে
সুখের দেখা পেতে।