—————–
আমি ধন্য ওগো রাসুল তোমার উম্মত হতে পেরে
আমি বেশি ধন্য তোমার উম্মত হয়ে জন্ম নিয়ে
তোমার সুন্নাত মেনে গড়বো জীবন চিরতরে
এটাই হবে আমার জীবন গঠনের পণ-প্রতিক্ষা।
আমি নেয়ামত পেয়েছি তোমারি সদকায়
তাইতো আল্লাহর পরে তোমাকে মেনে যাই
আমি গাইব গুনগান তোমার মুহাব্বত নিয়ে
আমি ওপারে যেতে চাই তোমার প্রেমিক হয়ে।
তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবীগণ
তোমার দিকে ঝুকে পরে সৃষ্টিময় প্রকৃতির ছবি
তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি হেসে থাকে
ঝুকে পরে সর্বদা ভিক্ষুক হয়ে তোমার দিকে।
নিদান কালে করবে সবাই নাফসী নাফসী ইয়া নবী
মোদের নবী তুমি কাঁদবে সকল উম্মতের লাগি
আমি সেই নবীর উম্মত হতে পেরে ধন্য হয়েছি
তোমার দিকে নবীরা রইবে তাকিয়ে আজীবন।