————-
টাকা,টাকা,টাকা
টাকা দিয়েই কি সব হয়?
তুমি যে মানুষ,সেটা কিছু নয়?
তুমি ধনী কিন্তু উদার নও
তাইতো বলি, আগে তুমি মানুষ হও।
কুলি,মজুর,মুটে ও কামার
তাদের দেখে করো না অহংকার।
তারাও মানুষ,তুমিও মানুষ এটাই তো আসল
তাহলে ভাব কেন?
টাকা ছাড়া সব মানুষই নকল।
তুমি মানুষ,তুমি বিবেকবান
মনুষ্যত্ব দিয়ে তা কর প্রমাণ।
জীবনে বড় হতে হলে মনুষ্যত্ব লাগে
তা কি তুমি শোনো নাই আগে?
টাকাকে জীবনে বড় না করে
জীবনটাকে তুলে ধরো পৃথিবীর তরে।L
টাকা মানুষকে নিয়ে যায় লোভের কাছে
বিবেক বুদ্ধি সব লোপ পায় যা আছে।
লোভকে পরিত্যাগ করে থাকো তুমি দুধে ভাতে
দেশপ্রেমিক তুমি,দেশকে ভালবাসো
শান্তি পাবে তাতে।
শিক্ষার্থী, সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,সাঘাটা, গাইবান্ধা।