বসন্তের ফুল
মাধবী পাল
আজ বসন্ত দাড়িয়ে দুয়ারে
অপেক্ষায় পেতে তোমারে
ফুলের সুবাস তবু আসে না তো নিকটে।
দক্ষিণ অনিলে দোলে পলাশের শাখা।
তোমারে ভুলতে আছে মনে যত ব্যাথা,
ভাবছি তাই বসে আমি, আজও একা একা।
আবারও একটা বসন্ত এসেছে যে ধরায়
বরণ করিনি আমি,তুমি মানা করায়।
এমনি করে যে আমি সবকিছু হারায়।
বসন্তও পারেনা সবার মনে ফোটাতে ফুল।
হয়তো অকারণে করে ফেলি অনেক ভুল।
অপেক্ষায় আছি ফোটাতে তোমার মনে বসন্তের ফুল।