——————-
বিশ্বাস আছে বলে বেঁচে আছি পৃথিবীতে আজও
মানুষের প্রতি বিশ্বাস করি নিশ্বাস রেখেই
তবুও স্বপ্ন ভেঙ্গে যায় মুছে যায় আশার আলো
নষ্ট হয়ে যায় মধুর সম্পর্ক অকারণেই।
–
তাহলে কি করে বলবো ভালোবাসি তোমায়?
তুমি বলেছিলে থাকবে আমার চিরকাল
সেই তুমি অকালেই হয়ে গেলে অন্যের ঘর
কি ছিলো দোষ ভালোবাসার সম্পর্কে দুজনের?
–
চলে যাবে ভালো কথা মানতে পারিনা ছলনা
বিশ্বাসের বলিদান হলাম আমি নিস্তব্ধ ছলনায়
আমি হারিয়েছি ভালোবাসা দুঃখ নেই মনেতে
তবুও ভুলতে পারিনি তোমাকে কারণ অকারণে।
–
তাহলে বিশ্বাস বলে কি নেই কোনো বাক্য?
আমি কোথায় গিয়ে বলবো এই নিষ্ঠুরতার কথা
শুনবে কি কেউ আমার ভালোবাসার সত্য বাণী?
নাকি নিজেকে ভুলে যাবো অন্যের ছলনার জন্য?
–
ভালোঊ তাড়া করে সবসময় বিশ্বাস করি বলেই
তবুও ভাগ্য ভালো জয়ী হতে পেরেছি আমিই
ভালোবাসা হারিয়ে এখনও মনের বিশ্বাস হারায়নি
মহান আল্লাহ তায়ালা সবকিছু দেখবেন আমার।
–
সৃষ্টি সত্য; মানুষ সত্য;ভালোবাসা সত্য থাকবে
আমি মহান আল্লাহর কাছে চাইবো সাহায্য
তাকেই মনে প্রাণে বিশ্বাস করবো মৃত্যুর আগেও
নষ্ট হবেনা আমার মনোবল সহজেই এই ভুবনে।